Print Date & Time : 22 April 2025 Tuesday 11:35 pm

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেক(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

(১৪ আগষ্ট) সোমবার সকালে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ১৩ আগষ্ট সন্ধ্যায় নিহত গৃহবধুর চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুলসহ তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর
পুলিশ নিহত গৃহবধু মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধু মৌসুমি খাতুন (২৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর কন্যা।

পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমির। গত ৮ আগষ্ট সকালে আশেক আলী মৌসুমিকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য পুনরায় চাপ দিলে মৌসুমি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী মৌসুমিকে বেদম মারধোর করে ঘরে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত মৌসুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ আগষ্ট রাতে মৌসুমির মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলা হওয়ার পর আমরা আসামি রাশেদুল ইসলাম আশেককে গ্রেফতার করেছি। এবং তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//