শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে একটি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ।
আটককৃত ব্যাক্তি বাসের সুপারভাইজার হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চড়েয়ারপাড় মুন্সিপাড়া গ্রামের মোঃ শাহ আলমের পুত্র মোঃ মামুন মিয়া।
পুলিশ জানায়,সোমবার(৩০ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জগামী কর্ণফুলী স্পেশাল নামক বাসটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসলে বাসটি শহরের ত্রিমোহনীতে থামায় কুড়িগ্রাম ডিবি পুলিশ। এরপর অভিযান চালিয়ে বাসটির লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাসটির নম্বর নং- ঢাকা মেট্রো-ব -১৫-৮৬৭৯।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post