শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি।
সোমবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টে একজন, নিয়মিত মামলায় সতেরজন, পূর্বের মামলায় তিনজন, ১৫১ ধারায় তিনজনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ রুহুল আমীন বলেন, ‘ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post