Print Date & Time : 21 July 2025 Monday 4:32 am

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজাসহ ও শ্যালো মেশিন জব্দ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একটি মেশিন চালিত ট্রলি জব্দ করেছে ডিবি পুলিশ।

১০ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলার নাগেশ্বরী উপজেলার কাশিপুর তেলিটারী মোড় থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন উত্তর কাশিপুর তেলিটারী মোড় এলাকা থেকে একটি শ্যালো মেশিন চালিত টলির বডিতে বিশেষ কায়দায় ফিটিং করে রাখা লুকানে মোট ৮ টি লাল পলিথিনের প্যাকেটে ৫০ কেজি গাঁজা উদ্ধার সহ শ্যালো মেশিনটি জব্দ করেন। এসময় শ্যালো মেশিনের সাথে থাকা মাদক কারবারীরা দ্রুত পলায়ন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অভিযানের নেতৃত্বদানকারী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,’মাদক কারবারি সিনেমাটিক কায়দায় চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো কিন্তু আমরা অত্যান্ত সুকৌশলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উক্ত পরিকল্পনা নষ্ট করে দিতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে দ্রুতই এই বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।’

দৈনিক দেশতথ্য//এসএইচ//