শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম ডিবি পুলিশ কর্তৃক গত ২৯
জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।
৯৪ বোতল ফেন্সিডিল নিয়ে রাজারহাটের মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫) কে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে বিশেষ পোশাক তৈরি করে তার শরীরের ভেতর ফেন্সিডিল ফিটিং করে ঢাকায় পরিবহনের চেষ্টা করেছিলো যা পরবর্তীতে ডিবি কুড়িগ্রামের সফল অভিযানে ব্যর্থ হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post