Print Date & Time : 23 August 2025 Saturday 12:19 am

কুড়িগ্রাম এগিয়ে চলছে শিশু পার্কের নির্মাণ কাজ


শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে জেলা পরিষদ কর্তৃক শিশুপার্কের উন্নয়ন কাজ এগিয়ে চলছে।কুড়িগ্রাম সদর উপজেলায় পুরাতন শহরেশিশু,অভিভাবক ও ভ্রমন পিপাসুদের জন্য এই প্রথম জেলায় একটি দৃষ্টিনন্দন শিশু
পার্ক তৈরি হচ্ছে।বর্তমানে কুড়িগ্রামে এধরনের উন্নতমানের দৃষ্টিনন্দন শিশু পার্ক না থাকায় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে ধরলা ব্রীজের পাড় বেড়াতে নিয়ে আসে।শিশু পার্কটি নির্মাণ কাজ শেষ হলে বিনোদনের জন্য ছুটির দিনগুলোতে ঘরবন্দি শিশুদের নিয়ে অভিভাবকরা ঘুরতে যেতে পারবেন।এছাড়াও প্রত্যন্ত অঞ্চল থেকে শিশুরাও এই শিশু পার্কে এসে আনন্দ ভোগ করতে পারবে। পার্কটির ভিতরে শিশুদের জন্য সাজানো হয়েছে বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী যা শিশুদের আকৃষ্ট করবে।এরইমধ্যে শহরের সিংহভাগ লোকের মুখে একটিই কথা এতসুন্দর
উন্নতমানের শিশু পার্ক কুড়িগ্রামে হচ্ছে বিনোদনের জন্য আমাদের ছেলে
মেয়েদের নিয়ে জেলার বাইরে আর যেতে হবেনা।এদিকে প্রতিদিন বিকেল হলে
স্থানীয় শিশুরা শিশু পার্কটি একনজর দেখার জন্য পার্কের বাইরে এসে ভিড় করছে।