Print Date & Time : 21 July 2025 Monday 7:19 pm

কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম কলেজরোডস্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, কুড়িগ্রাম পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সদ্য যোগদান কৃত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, বীরপ্রতীক আব্দুল হাই সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু ও পৌর মেয়র কাজিউল ইসলাম।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর কোম্পানী কমান্ডার বীরপ্রতীক আব্দুল হাই সরকারের নেতৃত্বে পাকসেনাদের হটিয়ে কুড়িগ্রামকে মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। আর সেই থেকে ৬ ডিসেম্বর কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//