গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটায় আবাসিক হোটেল সোনার বাংলা থেকে রিপন (২৯) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১০টার দিকে ওই পর্যটকের সাথে থাকা দ্বিতীয় স্ত্রীর ডাক চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
নিহত রিপন সাভার আশুলিয়ার চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।
হোটেল সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর নামের দুজন পর্যটক হোটেল সোনার বাংলার ১০৫ নম্বার কক্ষ ভাড়া নেয়। পরে আজ সকালে তার স্ত্রীর ডাকচিৎকারে পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। জানা যায়, রাতে ঘুমানোর পরে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সাথে ফাঁস দেয় রিপন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পরে থাকতে দেখি এবং তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিল। স্ত্রী পরিচয় দেয়া ওই নারিকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post