Print Date & Time : 4 July 2025 Friday 10:37 pm

কুয়াকাটায় মলমপার্টির ৬ সদস্য আটক

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মলম পার্টি চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকায় মৃত সিরাজুল হাওলাদারের ছেলে শাহ আলম (৫২), একই এলাকার সিরাজুল হাওলাদারের ছেলে জাকির হাওলাদার (৪৫), শিবচরের মোতালেব ফকিরের ছেলে মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার আবুল হোসেনের ছেলে মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার সিরাজ মোল্লার ছেলে কুদ্দুস মোল্লা (৩৪), গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৪)।

পুলিশ জানায়, লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক লোককে গত কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া কয়েকজনকে তিনি সৈকতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার ড. মো. আশরাফুর রহমান জানান, ইব্রাহিম নামের এক লোক আমাদের ফোন করে মলম পার্টির কথা বল্লে কাছাকাছি ওই এলাকায় দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের সাথে মানুষকে অজ্ঞান করার কিছু সরঞ্জামও পাওয়া যায়।

তিনি আরো বলেন, খোঁজ নিয়ে জানা যায় তারা প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামী। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১০ ফেব্রুয়ারী ২০২৩