Print Date & Time : 13 May 2025 Tuesday 2:18 pm

কুয়াকাটায় শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোফরান পলাশ, কলাপাড়া: কলাপাড়ার কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরন করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী তানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের ৬০ ঘর এলাকার অটো চালক কবির হাওলাদারের কন্যা ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী।

লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ। প্রাথমিক ভাবে তানিয়ার মৃতু্্যর কারন জানা যায়নি।

তবে তানিয়ার পরিবারের দাবী, তানিয়া মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পরে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//