Print Date & Time : 22 April 2025 Tuesday 4:53 pm

কুয়াকাটায় সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে (৩০-৩১ জুলাই) দুই দিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল দশটায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ এর সভাপতিত্বে সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, জেলা কালচারাল অফিসার কাজী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধ মানষ কান্তি দত্ত প্রমূখ।

এর আগে পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিকদের সম্মান সুচক উত্তরীয় পরিয়ে দেন জেলা প্রশাসক। এসময় বিভিন্ন উপজেলা থেকে আগত কবি সাহিত্যিক গন উপস্থিত ছিলেন।

মেলায় কুয়াকাটা খানাবাদ কলেজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৫ টি স্টলের মাধ্যমে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের কবিতা, ছড়া, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন, গবেষনার বই প্রদর্শনী করা হয়। সভা শেষে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম স্টল গুলো ঘুরে দেখেন।

দৈনিক দেশতথ্য//এস//