Print Date & Time : 13 July 2025 Sunday 8:47 am

কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো দুটি ডলফিন

গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটা সৈকতে এবার দু’টি ডলফিন ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন দু’টির দৈর্ঘ্য ৮ ও ৩ ফুট। ডলফিন দু’টির অধিকাংশ শরীর পঁচে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ঝাউবন এলাকা সংলগ্ন এলাকায় ডলফিন দু’টিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

জুয়েল জানান, সকালে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিন দু’টিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি এগুলো জোয়ারে ভেসে এসেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//