Print Date & Time : 12 July 2025 Saturday 6:57 am

কৃষকের ধান কেটে দিল মেহেরপুর জেলা কৃষক লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির দিকনির্দেশনায় বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামের পূর্ব মাঠে কৃষক নুরুল হকের এক একর ধান কেটে ঘরে তুলে দেয়।

এসময় বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব-উল আলম শান্তি, জাতীয় পরিষদের সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ০৮ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল আলিম ও সাধারন সম্পাদক আলী হোসেন এছাড়াও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফুলচাঁন আলী মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোফিজুর বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//