Print Date & Time : 13 September 2025 Saturday 12:42 pm

কৃষকের সাথে গম কাটলেন এমপি মহিব

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশে কৃষকের সাথে কাঁচি হাতে নিয়ে প্রখর রোদে ক্ষেতের পাকা গম কাটলেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।

আজ সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে ‘উপকূলের লবণাক্ত পতিত জমিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে গম উৎপাদন’ প্রকল্পের কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কৃষকের সাথে ক্ষেতের পাকা গম কাটেন।

এসময় উপকূলের কৃষকরা এমপিকে পাশে পেয়ে কৃষিকাজে তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন এবং এমপি তাদের সকল সমস্যা সমাধানে আশ্বস্ত করেন।

এর আগে ACIAR-CIM-2014-076 প্রকল্পের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিববুর রহমান বলেন, ‘আমি একজন কৃষকের সন্তান। তাই কৃষি কাজে সেচ সুবিধার জন্য সকল সরকারি খাল, জলাশয়, স্লুইজগেট কৃষকের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। কৃষি কাজে সহযোগিতার জন্য সব সময় আমি আপনাদের পাশে আছি।’

অনুষ্ঠানে প্রকল্পের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ড. এমজি নিয়োগী, ইউ ডব্লিউ এ, অষ্ট্রেলিয়া।

কৃষক সমাবেশের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি মোঃ জসিম, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া প্রমূখ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//