নিজস্ব প্রতিবেদক : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। রবিবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সেরা মৎস্য চাষীদের উদ্যোক্তা কেএনবি’র ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম।
জেলা মৎস্য অফিসার শ্রী নৃপেন্দ্র নাথ বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার জনাব মোহাঃ খাইরুল আলম।
মৎস্য চাষীদের সেরা উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি কেএনবি’র এমডি কামরুজ্জামান নাসির বলেন, আমরা কিছু উদ্যোক্তা দেশ প্রেমের মান দীক্ষা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহায়তার জন্য কাজ করছি মাত্র।কুষ্টিয়া জেলা মৎস্য অধিদপ্তর আমাকে ও আমার প্রতিষ্ঠান কে যে সম্মাননার ভূষিত করায় আমি গর্বিত।
শামসুল আলম স্বপন
দৈনিক দেশতথ্য//এল//