Print Date & Time : 11 May 2025 Sunday 12:38 am

কেকের গাওয়া শেষ গানে রোমান্স করবেন সালমান-ক্যাটরিনা

সংগীতশিল্পী কেকেকে আজ চোখের জলে বিদায় জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। তার গাওয়া নতুন একটি গান এখনো মুক্তি পায়নি। কেকের গাওয়া শেষ গানে রোমান্স করতে দেখা যাবে ক্যাটরিনা-সালমানকে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কেকের গাওয়া শেষ গানটি ‘টাইগার থ্রি’ সিনেমায় ব্যবহার করা হবে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান-ক্যাটরিনা। আর এই গানে চুটিয়ে রোমান্স করবেন তারা। ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার ‘তাড়প তাড়প’, ‘তেরে নাম’ সিনেমার ‘ও জানা’, ‘রেডি’ সিনেমার ‘হামকো পেয়ার হুয়া’, ‘এক থা টাইগার’ সিনেমার ‘লাপাতা’, ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘তু যো মিলা’, ‘টিউবলাইট’ সিনেমার ‘ম্যায় আগার’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন কেকে। আর এসব গানে ঠোঁট মিলিয়েছেন সালমান খান।

গত মঙ্গলবার কলকাতায় একটি কনসার্টে গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেকে। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এভাবে কেকের চলে যাওয়া মানতে পারছেন না সহকর্মী ও ভক্তরা। তার মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন সালমান খানও।

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৬.৩৫ পিএম