Print Date & Time : 22 August 2025 Friday 7:14 pm

কেজিতে ১৫ টাকা লাভে তেল বিক্রি করায় জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি : লিটারে ১৫ টাকা লাভে সয়াবিন তেল বিক্রি করতে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী স্টেশন বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।এ ঘটনায় অসাধু ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ৩৭ ধারায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্ব প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আরাফাত আলী ও ইউএনও কার্যালয়ের কর্মরত স্টাফবৃন্দ।
আদালত সুত্রে জানা গেছে, বিভিন্ন নামীদামী কোম্পানির মোড়কজাতকৃত সয়াবিন তেল ১৬৫ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। কিন্তু সয়াবিন তেল খোলা বাজারে বর্তমান ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে। সেজন্য ১৫ টাকা অতিরিক্ত লাভের আশায় কুমারখালী স্টেশন বাজার এলাকার সততা এন্টারপ্রাইজ বিভিন্ন নামীদামী কোম্পানির বোতলজাতকৃত সয়াবিন তেলের মোড়ক খুলে খোলা তেল হিসেবে বিক্রি করছিল। বোতলজাতকৃত তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সোয়াবিন তেল বিক্রি করা হচ্ছিল। বৃহস্পতিবার এমন সংবাদের ভিত্তি অভিযান চালায় বাজার মনিটারিং কমিটি। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, মোড়ক খুলে তেল বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেলসহ খাদ্য পন্য নিয়ে কেউ যদি এ ধরণের অনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন তাহলে সেখানে অভিযান চালানো হবে বলেও তিনি ঘোষণা দেন।

দৈনিক দেশতথ্য//এল//