বরগুনায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কেমিক্যাল মেশানো পানিতে এক গৃহবধূর গোপনাঙ্গ ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী লাভলী আক্তার (২৫) বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।সোমবার (১৬ মে) রাতে একই এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রবিউলের ভাতিজা রাব্বি (২৮) প্রতিবেশী আফজালের কাছে তিন হাজার টাকা পেত। টাকা না দেওয়ায় রাব্বি আফজালের কাছে টাকা চাইতে গেলে সহযোগীদের নিয়ে রাব্বি তার স্বজনদের মারধর করে আফজাল৷ পরে বিষয়টি মিমাংশা করতে গেলে রবিউলের উপরও হামলা করে অভিযুক্তরা।
এঘটনায় রবিউল ও তার ভতিজা রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আফজাল। গতকাল সোমবার রবিউল মামলা থেকে জামিন পায়। এরপর রাতে আফজালের ছেলে রাব্বি তার সহযোগী মামুন এবল জলিল বাথরুমের পানিতে কেমিক্যাল মিশিয়ে রাখে। রাতে রবিউলের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিলে ওই পানি ব্যবহার করে৷ এসময় সঙ্গে সঙ্গে তার গোপনাঙ্গে ব্যথা অনুভব করে এবং সে কাতরাতে থাকে। পরে রাত একটার দিকে ওই গৃহবধূকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আয়ে স্বজনরা।
ভুক্তভোগী নারীর স্বামী রবিউল ইসলাম বলেন, গতকাল রাতে আমরা পাশের বাড়িতে ছিলাম। এসময় রাস্তা থেকে আফজালের ছেলে রাব্বি ও তার চাচা জলিল ও মামুনকে আমাদের বাড়িতে ঢুকতে দেখি৷ তারাই পরিকল্পিত ভাবে পানিতে কেমিক্যাল মিশিয়েছে। আামর স্ত্রী ওই পানি ব্যবহার করায় তার গোপাঙ্গন ঝলসে গেছে৷
বরগুনা সদর হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান বলেন, রোগীকে দেখে মেডিসিন দিয়েছি। একদিন না গেলে আমরা বলতে পারব না তার কি সমস্যা হয়েছে৷
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি৷ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৭,২০২২//