দেশতথ্য বিনোদন ডেস্ক: গান গেয়ে বাদাম বিক্রি করে পেয়েছেন ভুবন জোড়া খ্যাতি। গানের জগতে বাজিমাতের পর অভিনয়ের দুনিয়াতেও পা রেখেছেন ভুবন বাদ্যকর। বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকরকে এখন এক নামে সবাই চেনে।
এবার নতুন এক মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন বাদাম কাকু। গান গাইলেন জনপ্রিয় ইউটিউবার কেশব দে-র সঙ্গে জুটি বেঁধে। টাইমস মিউজিকের ইউটিউব চ্যানেলে এই গান মুক্তি পেয়েছে। এছাড়া সব শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে গানটি।
গানের হুক লাইন ‘আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তোমায় কাঁচা বাদাম দেব, হবে নাকি বৌ?’ রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই গানে কেশব ও ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা মিলেছে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে। এমনকি এক ঝলকের জন্য দেখা মিলেছে বাদাম কাকুর স্ত্রী আদুরীকেও।
ভিডিওতে দেখা যায়, লাল ধুতি আর সাদা পাঞ্জাবির ওপর ব্লেজার পরেছেন ভুবন বাদ্যকর। গানের তালে তালে স্ত্রীকে নিয়েও নাচতে দেখা যায় তাকে। নতুন ভিডিও নিয়ে উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর।
তিনি বলেন, নতুন মিউজিক ভিডিও’র শ্যুটিং করে বেশ মজা পেয়েছি। আশা করছি দর্শকদের গানটা ভালো লাগবে। আর কেশব দে জানান, ভুবন বাদ্যকরের র্যাপিংটা খুব পছন্দ হয়েছে সবার। ভিডিও’র শ্যুটিং অভিজ্ঞতা দুর্দান্ত। বাদাম কাকু ফের বিয়ে করলেন এই গানের ভিডিওতে।
জা//দেশতথ্য/২৮-০৫-২০২২//১১.২৪ পি এম