Print Date & Time : 20 July 2025 Sunday 12:33 pm

কেসিসির সাবেক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক সহকারি (প্রকৌশলী-২) শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে এ মামলা করা হয়।চলতি বছরের জানুয়ারি মাসে চাকরি থেকে অবসরে গিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুন) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভূক্ত হয়। যার নং- ৪/২২, ধারা দুদক আইন ২০০৪ এর ২৬ (২), ২৭ (১)।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জুন দুদক, খুলনা উপ-পরিচালক (মানি লন্ডারিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক, কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। শেখ মোহাম্মদ হোসেন বর্তমানে খালিশপুর রোড নং- ১৯, বাড়ি নং ১২ এর বাসিন্দা।

দৈনিক দেশতথ্য//এল//