শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা আজ শনিবার (১০ জুন) মধ্যরাত থেকে শেষ হচ্ছে।
আগামীকাল রোববার (১১ জুন) প্রার্থীরা কোনো প্রচারণা চালাতে পারবেন না। আগামী সোমবার (১২ জুন) ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়ে খুলনা মহানগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ।
প্রসঙ্গত, এ বছর মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের ২ জন
কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নগরীর ৩১টি ওয়ার্ডে এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা সোমবার ইভিএমে ভোট দেবেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post