বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ কেএসএস মাধ্যমিক বিদ্যালয় ও কবরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে যৌথভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশা সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম মন্টু, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ও চেয়ারম্যান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর সম্মানিত সভাপতি, সাবেক উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি জনাব রবিউল ইসলাম বলেন আমি এই এলাকার সন্তান হিসেবে এ আলো বাতাসে বড় হয়েছি বিধায় এলাকার অর্থ সামাজিক উন্নয়ন এ অংশগ্রহণ আমার সামাজিক ও নৈতিক দায়িত্ব। এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করি।
এ এলাকার জনগণের সহযোগিতা পেলে শিক্ষা প্রতিষ্ঠান সহ অত্র এলাকার উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করতে চাই এ ব্যাপারে এলাকার জনগণের সার্বিক সহযোগিতা তিনি কামনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, ইউপি চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বলেন কবরবাড়িয়া- সাতগাছি- সড়াবাড়িয়া গ্রামের মানুষের মধ্যে একটা জোকসুত্র আছে যা আমি ছোটবেলা থেকে দেখে আসছি।
এলাকার জনগণ আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার যে সুযোগ দান করেছেন আমি আমার উন্নয়ন তৎপরতার মাধ্যমে যেন তার প্রতিদান দিতে পারি তার জন্য আমাকে সবাই দোয়া করবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল নজরুল ইসলাম বলেন আমি নিজে জমি দান করে এই গ্রামে একটি প্রাইমারি স্কুল।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ ৮ ফেব্রুয়ারি ২০২৩

Discussion about this post