Print Date & Time : 21 August 2025 Thursday 6:06 am

কে কে’র মৃত্যু অস্বাভাবিক সন্দেহে মামলা দায়ের

গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে’র মৃত্যু কি অস্বাভাবিক! খতিয়ে দেখতে কলকাতার কনসার্টের ময়দানে গেছেন নিউ মার্কেট থানার পুলিশ

বুধবার (১ জুন) সকালে গায়কের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে নিউ মার্কেট থানায়।

কে কে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে পাঁচতারা হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছেন নিউ মার্কেট থানায়।

সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পুলিশ পরীক্ষা করে দেখছে।

মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিল কে কে। তবে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলায় কে কে-র মাথায় আঘাতের কথাও বলা হয়েছে বলে সূত্রের খবর।

জা//দেশতথ্য/০১-০৬-২০২২//১১.২০ এএম