Print Date & Time : 22 April 2025 Tuesday 2:37 pm

কোটচাঁদপুরে নিখোঁজের ১৮ ঘন্টা পর নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রাম থেকে নিখোঁজের ১৮ ঘন্টা পর সালমা খাতুন (৩০) নামের এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে গুড়পাড়া গ্রামের একটি পানবরজ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত সালমা খাতুন ওই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।

কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ইউপি সদস্য সাফাউর রহমান জানান, সালমা বৃহষ্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে। সকালে বাড়ি থেকে ৫’শ দুরে একটি পান বরজে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। গলায় ফাঁস দিয়ে হত্যার পর মুখে ঢালা হয় বিষ। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর মুখে বিষ ঢালা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী তরিকুল তার আপন দুই ভাই নাজির ও তোরাবসহ ৫ জনকে আটক করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ জানুয়ারি ২০২৪