Print Date & Time : 2 August 2025 Saturday 2:46 pm

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গীতে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৭) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।

রোববার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।
স্থানীয়া জানায়, সকালে নিজের ভ্যান গ্রাম থেকে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলো চৈতন্য পাল। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।