ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মেহেদি হাসান রনি।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দোয়া চান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন জিয়া বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, মেহেদি হাসান রনি প্রয়াত সংসদ সদস্য শহিদুল ইসলাম মাষ্টার এর জ্যেষ্ঠ পুত্র।
এবি//দৈনিক দেশতথ্য //

Discussion about this post