Print Date & Time : 24 April 2025 Thursday 1:11 am

কোটচাঁদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকালে কোটচাঁদপুর স্টেশনের অদুরে লাইনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, কোটচাঁদপুর স্টেশনের কাছে আদর্শপাড়ায় এক বৃদ্ধের লাম পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতে ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

আর//দৈনিক দেশতথ্য//১৪ মে-২০২২//