Print Date & Time : 4 July 2025 Friday 8:21 pm

কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন সংলগ্ন মিনেজ পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।

সাফদারপুর রেল স্টেশনের মাস্টার রিপন আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশিকাথা ট্রেনের চালক জানায় স্টেশনের কিছুদুর আগেই একটি মৃতদেহ পড়ে আছে। পরে মিনেজপাড়া নামকস্থানে গিয়ে মাথা থেকে দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়। হয়তো রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারের জন্য জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ সেপ্টেম্বর ২০২৩