গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জহরের কান্দি অনাথ আশ্রমের আবাসিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) জহরের কান্দি অনাথ আশ্রম চত্ত¡রে এসব কম্বল বিতরণ করা হয়।কনকনে শীতে কাঁপছে সারাদেশ। আর এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষ ও অনাথ শিশুরা। এমন মানুষদের কষ্ট লাঘবে এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হন ইউএনও আজিম উদ্দিন। কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে আবেগে আপলুত হয়ে পড়েন এসব ছিন্নমূল মানুষ ও অনাথ শিশুরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের জন্য এ উপহার জানিয়ে ইউএনও আজিম উদ্দিন বলেন, ‘প্রচন্ড শীতে সারাদেশের মতো কোটালীপাড়া উপজেলাবাসীও কষ্ট পাচ্ছেন। তাই এ শীতে কোনো দুস্থ পরিবার বা অনাথ আশ্রমের শিক্ষার্থীরা যাতে কষ্ট না পায় তাই তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।’
এ সময় রেড ক্রিসেন্টে সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের প্রশিক্ষণ বিভাগীয় প্রধান নির্ঝর চক্রবর্তী,বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি কোটালিপাড়া উপজেলা টিম এর রক্ত বিভাগীয় উপ প্রধান আশুতোষ দাস, দলনেতা সজল বালা পার্থ,জহরের কান্দি অনাথ আশ্রমের সভাপতি বিবেকান্দ ঢালী, সাধারণ সম্পাদক অমিত ঢালী, পরিচালক ইতি ঢালী উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী১৮,২০২৪//