Print Date & Time : 6 September 2025 Saturday 1:00 pm

কোটালীপাড়ায় আনন্দ শোভাযাত্রা

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামবাসীর আয়োজনে একটি শোভাযাত্রা বুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡র থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্ত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এ সময় চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উদযাপন কমিটির সভাপতি শংকর দত্ত, সাধারণ সম্পাদক মঙ্গল ফলিয়া, সাবেক সিভিল সার্জন সিদ্বেশ^র মজুমদার, সমাজসেবক মনোজ বৈদ্য, তাপস বাড়ৈ, বিরেন্দ্রনাথ মন্ডল, সমর মজুমদার, বাবুল দত্ত, পল্টন দত্ত, মিঠুন দত্ত উপস্থিত ছিলেন।

এম/দৈনিক দেশতথ্য//