গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উদয়ন একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কোচিং সেন্টারের হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে বলুহার মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের প্রভাষক সমেন মজুমদার, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাসিম আহম্মেদ জুয়েল, প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লিয়াকত আলী লেবু, কোটালীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উদয়ন একাডেমিক কোচিং সেন্টারের পরিচালক মো: রুমান শেখ, সাবেক কাউন্সিলর আশরাফউজ্জামান ঝন্টু, রকিবুল হাসন, সঞ্জয় মজুমদার, প্রভাষক মো: আশরাফ মোল্লা, শিক্ষক মনিময় রায়, নিরাঞ্জন রায়,রসময় রতœ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা এ আয়োজনে অংশ নেন।
ইফতারের পূর্বে মাহে রমজানের ফজিলত, আত্মসংযম, তাকওয়া অর্জন এবং দান-সদকার গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সকলের গুনাহ মাফ, রহমত ও মাগফিরাত লাভ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
উদয়ন একাডেমি কোচিং সেন্টারের পরিচালক মো: রুমান শেখ বলেন, রমাজান মাসের পবিত্রতা ও সৌন্দয্য বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতি বছওেন এমন আয়োজন কওে থাকি।এটি শুধুই ইফতার নয় বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সর্ম্পক গড়ে তোলার সুযোগ।
এরপর এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

Discussion about this post