কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষকদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত এ পার্টনার কংগ্রেসে ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার মো: হাফিজ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, কৃষানী মমতা রায়, অনিমা বাড়ৈ বক্তব্য রাখেন।
কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, উপজেলার কৃষকদের উন্নতি প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে ২৮ টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ২৫ জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে এ কৃষকদের পার্টনার কংগ্রেসরে আয়োজন।