Print Date & Time : 18 July 2025 Friday 3:02 am

কোটালীপাড়ায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্লাইমেট স্মার্ট ৫দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

গোপালগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে বক্তব্য রাখেন।

প্রশিক্ষণটিতে উপজেলা ১২০জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//