গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহাশিবরাত্রি উপলক্ষে গঙ্গাবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাজাপুর নর্মদেশ্বর শিব মন্দিরের আয়োজনে কল্যাণমুখী মানুষের কল্যাণ কামনায় হোক শিব চতুর্দশীর অর্ঘ নিবেদন এ প্রত্যাশায় হাজার হাজার শিব ভক্তদের অংশগ্রহণে মন্দির চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গঙ্গাবরণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে রাজাপুর নর্মদেশ্বর শিব মন্দিরের সভাপতি অতুল চন্দ্র অধিকারির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য রীনা মন্ডল, মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল জয়ধর বক্তব্য রাখেন।
রাজাপুর সার্বজনীন নর্মদেশ্বর শিব মন্দিরের সভাপতি অতুল চন্দ্র অধিকারী বলেন, আজ শুক্রবার রাতে চার প্রহরে চারটি পূজা, আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও আগামীকাল শনিবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আমাদের এ বছরের আয়োজন।
দৈনিক দেশতথ্য//এইচ//