Print Date & Time : 29 July 2025 Tuesday 1:12 pm

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার কোটালীপাড়া পৌর কিচেন মার্কেটে গণঅধিকার পরিষদ কোটালীাড়া উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সদস্য সচিব মহাসিন উদ্দিন চাঁদ, যুবঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মুনায়েম, যুবঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নেয়ামুল হক নয়ন, ছাত্রঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি রুম্মান হোসেন রিমনসহ গণঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ ও যুবঅধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।