Print Date & Time : 23 April 2025 Wednesday 3:27 am

কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী কাজী রনির গণসংযোগ

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী রনি গণসংযোগ করেছেন।

আজ শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর, পশ্চিমপাড় বাসস্ট্যান্ড, উপজেলা হাসপাতাল রোড, ঘাঘর বাজার,পৌর কিচেন মার্কেটসহ উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন।

এ সময় গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল দাড়িয়া, যুবঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মো: মোনায়েম, ছাত্রঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিন,যুব অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নিয়ামুল হক নয়ন, ছাত্রঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রিফাত মুন্সী, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

কাজী রনি বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ধারণ করে দুর্নীতি দূ:শাসন মুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনের লক্ষে আমি গোপালগঞ্জ-৩ আসনে (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) বিভিন্ন জনবহুল এলাকায় গণসংযোগ করে যাচ্ছি। দল যদি আমাকে এ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত করেন তাহলে আমি নির্বাচনে প্রার্থী হবো।