Print Date & Time : 19 April 2025 Saturday 4:48 am

কোটালীপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলের গণহত্যা, মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

আজ মঙ্গলবার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার, মোস্তফা, যুগ্ম আহবায়ক আবির হাওলাদার, ছাত্রদল নেতা তপু দাড়িয়া, লিটন হাজরা, রাসেল হাওলাদার, রোমান ঘরামী, সাগর আহমেদ, মেহেদী হাসান মুরাদ, শাওন হাওলাদার, মারুফ শেখ, মমিন শেখ, মোহিত হাওলাদার, সাজ্জাদ খন্দকার, আমিনুল ইসলাম, অন্তর, সুমন চৌধুরী, সজীব হাওলাদারসহ ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে অবিলম্বে ফিলিস্তিনের গাজাবাসীদের উপর হামলা বন্ধের দাবী জানায়।