Print Date & Time : 26 August 2025 Tuesday 10:34 am

কোটালীপাড়ায় ছাত্রদলের মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা ছাত্রদলের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।