গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কৃষক লীগ নেতাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সিতাইকুন্ড গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, রাধাগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন হাওলাদারের সাথে একই এলাকার মাসুদ শেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জায়গায় নির্মিত মাসুদ শেখের একটি ঘর আওলাদ হোসেন হাওলাদার তার লোকজন নিয়ে ভেঙ্গে ফেলে। এ সময় মাসুদ শেখ তার লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ শেখ (৪৫), সাইফুল শেখ (৩৫), ছাদেকুর শেখ (১৯), আব্দুল লতিফ শেখ(৫৮), মাহামুদ হাওলাদার (২৮), মোরশেদ আলম (২০), উজ্জল হাওলাদার (৪০) ও আওলাদ হোসেন হাওলাদার (৬৫) কে উপজেলা ¯^াস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অদ্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মাসুদ শেখ বলেন, সিতাইকুন্ড গ্রামের মৃত আবুজাল হাওলাদারের ছেলে বশার হাওলাদারের কাছ থেকে ২০ বছর আগে আমি এই জায়গা ক্রয় করে ঘর তুলে ভোগ দখল করে আসছি।
এখন একটি জাল দলিল তৈরী করে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন হাওলাদার জায়গাটি নিজের বলে দাবি করছে। সে অন্যায় ভাবে আমার ঘরটি ভেঙ্গে ফেলেছে। আমি বাঁধা দিতে গেলে আওলাদ হোসেন হাওলাদার লোকজন নিয়ে আমাদের মারধর করে।
এ ব্যাপারে কৃষক লীগ নেতা আওলাদ হোসেন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাসুদ শেখ আমার জায়গায় ঘর তুলে দখল করে আসে। আমি জায়গাটি দখলমুক্ত করতে গেলে মাসুদ শেখ লোকজন নিয়ে আমাদের মারধর করেছে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৩০,২০২২//

Discussion about this post