Print Date & Time : 28 July 2025 Monday 2:21 am

কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমজাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, এনজিও প্রতিনিধি কৌশ্যলা বাগচী বক্তব্য রাখেন।