গৌরাঙ্গ লাল দাস , কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা হেমায়েত বাহিনী স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে ৭১-এর ২৫ শে মার্চ গণহত্যায় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম মহিউন্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, জুলাই অভ্যুত্থানে আহত রাজু তালুকদার, প্রেসক্লাব কোটালীপাড়া’র সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, শিক্ষার্থী লাবিবা খানম, কোয়েল বাইন বক্তব্য রাখেন।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post