কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়ে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন ও প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: মাসুম বিল্লাহ্, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার,শেখর রঞ্জন ভক্ত,অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: জসীম উদ্দিন শেখ, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
প্রি-ক্যাম্পেইন প্রস্তুতিমূলক সভায় ডা. কুমার মৃদুল দাস জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ৩৫ হাজার শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন গ্রহণের জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।

Discussion about this post