Print Date & Time : 5 July 2025 Saturday 8:14 pm

কোটালীপাড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মো: আ. হাকিম। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনঅবহিতকরণ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, রাফেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ, ২০২২//