Print Date & Time : 29 August 2025 Friday 5:36 am

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলা: বিএনপি নেতা বাচ্চু বহিস্কার

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য এইচ এম আবুল বশার (বাচ্চু)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব এ্যাভোকেট আবুল বাশার খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানাগেছে, কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য এইচ এম আবুল বাশার বাচ্চুসহ আরো কয়েকজন মিলে একটি প্রকাশিত সংবাদের সূত্রধরে গত মঙ্গলবার দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাতের উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করে।
বিষয়টি জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টিতে আসলে তারা বাচ্চুকে বহিস্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেয়।

এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের শৃংখলা ভঙ্গ করিয়া সংগঠন বিরোধী কার্য্য করিয়াছেন। বিধায় আপনি এইচ এম আবুল বাশার বাচ্চুকে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া উপজেলা বিএনপির সকল প্রকার সদস্য পদ হইতে বহিস্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ জেলা শাখা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং কোটালীপাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের এইচ এম আবুল বশার বাচ্চুর সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এদিকে, বিএনপির সদস্য এইচ এম আবুল বশার বাচ্চুকে দল থেকে বহিষ্কার করায় কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের তিন দিনের যে অবস্থান ও কলম বিরতির কর্মসূচী ছিল তাহা স্থাগিত করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, সাংবাদিকদের উপর হামলা চালিয়ে এইচ এম আবুল বাশার বাচ্চু দলীয় শৃংখলা ভঙ্গ করেছে। কোনভাবেই শৃংখলাভঙ্গকারীকে দলে রাখা যাবে না। তাই আমরা তাকে বিএনপি থেকে বহিস্কার করেছি।
প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত বলেন, আমাদের দাবি ছিলো বিএনপি এইচ এম আবুল বাশার হাওলাদার বাচ্চুর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিবে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই আমাদের যে তিন দিন ১ ঘন্টা করে(সকাল ১১ দুপুর ১২টা) অবস্থান কর্মসূচী ও কলম বিরতি পালন করার কথা ছিল তাহা আমরা প্রত্যাহার করেছি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন,হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।