Print Date & Time : 27 September 2025 Saturday 8:22 am

কোটালীপাড়ায় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ)সংবাদদাতা :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দুর্গা পূজা মন্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কোটালীপাড়া থানার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,জামায়েতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী,ভট্টেরবাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিলা দাম,প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক রতন সেন কংকন,কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মামুন -অর- রশিদ, কোটালীপাড়া কেন্দ্রী দুূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার রায়, রাজিব দেসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এবছর এ উপজেলায় পৌরসভার ১৬টি পূজাসহ ১১টি ইউনিয়নে সর্বমোট ৩২১ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।