গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
কোটালীপাড়ায় হতদরিদ্র এক পরিবার কে স্বাবলম্বী করতে বিভিন্ন মালামাল সামগ্রীসহ দোকান ঘর উপহার দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার নামের একটি সামাজিক সংগঠন। আজ শুক্রবার দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া-কলাবাড়ী সড়কের মাছপাড়া নামক স্থানে নির্মিত এই দোকান ঘরটির উদ্বোধন করেন জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান জুয়েল। এ সময় জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, কলাবাড়ি ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক, মাছপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি দিপক সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মালামালসহ নতুন দোকানঘর পেয়ে দরিদ্র উন্নতি বাড়ৈ বলেন, আমার এক মেয়ে ঢাকায় বিএসসি নার্সিং পড়ে আরেক ছেলে কলেজ পড়ুয়া। ঠিকমত খাবারও জোটে না ছেলেমেয়ের লেখাপড়ার খরচ কিভাবে মিটাবো সেই চিন্তায় ঘুম হতো না। এখন এই দোকান ঘর পেয়ে সেই চিন্তা থেকে মুক্তি পাবো। এই দোকানের আয় থেকে ছেলেমেয়ের লেখা পড়ার খরচ মিটাতে পারবো।
কলাবাড়ী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি দীপক সরকার বলেন, জ্ঞানের আলো পাঠাগার উপজেলায় বিভিন্ন মানবিক কর্মকান্ডের মধ্য দিয়ে আলো ছড়াচ্ছে। তাদের এই মানবিক কর্মকান্ড অন্য সামাজিক সংগঠনকে উৎসাহিত করবে। উন্নতি বাড়ৈ এর দোকান উপহারে আমরাও সাধ্যমত সহায়তা করে জ্ঞানের আলো পাঠাগারের পাশে থাকতে পেরে আনন্দিত।
জ্ঞানের আলো পাঠাগারের কলাবাড়ী ইউনিয়ন টিম লিডার সুশান্ত বর্ণিক বলেন, দীর্ঘদিন ধরে উন্নতি বাড়ৈদের আর্থিক দূরাবস্থা দেখে আমরা জ্ঞানের আলো পাঠাগার থেকে উদ্যোগ নেই অসহায় পরিবারটির জন্য কিছু করার। জ্ঞানের আলো পাঠাগারের ফেসবুকে পোষ্ট দিয়ে সহায়তা চাওয়া হয়। কিছু মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৩৭ হাজার ৭০০ টাকা সংগ্রহ হয়। সেই টাকা দিয়ে আজ মালামালসহ নতুন দোকন ঘরটি উপহার দেওয়া হলো।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আজ দরিদ্র উন্নতি বাড়ৈ কে রুটি, কলা, বিস্কুট, কেক, চা তৈরীর উপকরণসহ বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে অসহায় উন্নতি বাড়ৈকে স্বাবলম্বীকরণে এই দোকান ঘরটি উপহার দেওয়া হলো।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সমসময়ই মানবিক কাজ করে থাকে। অসহায় মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবা করে। উন্নতি বাড়ৈ এর মত অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে জ্ঞানের আলো পাঠাগার যে উদ্যোগ নিয়েছে তা সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য বাংলা//জুলাই ১৪,২০২৩//

Discussion about this post