Print Date & Time : 11 May 2025 Sunday 2:29 pm

কোটালীপাড়ায় ধান কর্তন বিষয়ক মতবিনিময়

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জরুরী বোরো ধান কর্তন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের  সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী বোরো ধান কর্তন বিষয়ক  মতবিনিময় সভায় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপপরিচালক কৃষিবিদ ড. অরবিন্দ কুমার রায়,  পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মৃনাল কান্তি সরকার, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন,বর্তমান কাল বৈশাখী ঝড়, অধিক বৃষ্টিপাত এবং আসন্ন ঘূর্নিঝড় ” আসানি ” – এর প্রকোপ থেকে যাতে বোরো চাষীরা একমাত্র বোরো ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে সকলকে ধান কাটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কৃষকদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৫,২০২২//