Print Date & Time : 23 April 2025 Wednesday 10:24 am

কোটালীপাড়ায় পিআইও অফিসে কর্মবিরতি

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি  : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, অফিস সহকারী কাম- কম্পিউটার আবুল কাশেম মিয়া, কার্য সহকারী গোলাম মোস্তফা, অফিস সহায়ক মানিক হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রক্ল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ  ৫ দফা ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।

আর//দৈনিক দেশতথ্য//১৩ সেপ্টেম্বর-২০২২