Print Date & Time : 30 July 2025 Wednesday 5:36 pm

কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

কথাসাহিত্যিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাস্টমস) অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্পটির উদ্ধোধন করেন।
ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাবেক সভাপতি সংবাদিক প্রশান্ত অধিকারী, এডভোকেট লেখক খান চমন-ই- এলাহি, সমাজসেবক সুরুজিত বিশ্বাস, ডাক্তার হরিপদ রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এ বছর তারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। তাদের এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাক এই প্রত্যাশা করছি।