Print Date & Time : 20 April 2025 Sunday 12:34 pm

কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি:

স্বাস্থ্য সুরক্ষার পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

হাত ধোয়া দিবস উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আযোজনে এবং ইপিআরসির সহযোগিতায় একটি র‍্যালি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে হাত ধোয়া প্রদর্শনীতে মিলিত হয়। আলোচনাসভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এসময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রতীক দত্ত,জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো:আকির খান, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম পান্না, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।